শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার জেলার, জেল সুপার ও ফার্মাসিস্টের বিরুদ্ধে বিএনপি নেতা বাপ্পীর মামলা

অনলাইন ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪

খুলনার জেলার, জেল সুপার ও ফার্মাসিস্টের বিরুদ্ধে বিএনপি নেতা বাপ্পীর মামলা
স্বপ্নীল হকঃ
কারাগারে বন্দি অবস্থায় খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী হার্ট এ্যাটাকে আক্রান্ত হলে তাকে চিকিৎসা না দিয়ে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার অভিযোগে খুলনার সদ্য সাবেক জেলার, জেল সুপার ও ফার্মাসিস্টকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।  
আদালতের বিচারক মোঃ আনিছুর রহমান মামলাটি আমলে নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিবি ডিসিকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন সদ্য সাবেক খুলনার জেলার এ জি মাহমুদ (৫০), সাবেক জেল সুপার রফিকুল ইসলাম কাদের (৪৮) ও ফার্মাসিস্ট আতাউর রহমান পারভেজ (৪৫)।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৪ এপ্রিল রূপসা থানার একটি মামলায় বাপ্পীকে জেলহাজতে প্রেরণ করে খুলনা জেলা ও দায়রা জজ আদালত। ৩ মে বিকেল ৩টার দিকে বাদী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক তার হার্ট এ্যাটাক হয়েছে বলে জানায়। জেলের বাইরে তাকে উন্নত চিকিৎসা করার অনুরোধ করলেও আসামিরা কর্ণপাত করেননি। বরং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের পাশাপাশি ইচ্ছাকৃত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ৬ মে উচ্চ আদালতে বাদী জামিন পেয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসক বলেন সময়মত চিকিৎসা না পাওয়ায় জটিল রোগ ধারণ করেছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে তার ওপেন হার্ট সার্জারী করা হয়। এ ঘটনায় খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব ও রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী ৩ জনের বিরুদ্ধে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ( নং-১১০৪/২৪)। 
উলে­খ্য, গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপি নেতা এস এম মনিরুল হাসান বাপ্পীকে জেলহাজতে পাঠানো হয়েছিল।
0 Comments